বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৭:৩৩

রাজশাহীতে উৎসব ছাড়াই শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

ছবি : বাসস

রাজশাহী, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে এ বছর উৎসব ছাড়াই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই।

আজ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় রাজশাহীতেও সকাল থেকে শিক্ষার্থীদের হাতে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকগণ।

মাধ্যমিক পর্যায়ের কিছু বই এখনো না পৌঁছালেও প্রাথমিকের চাহিদার শতভাগ বই বিদ্যালয়গুলোতে পৌঁছে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরসমূহ।

রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তরের তথ্য মতে, এ বছর রাজশাহী বিভাগের ৮ জেলায় প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট বইয়ের চাহিদা ছিল ১ কোটি ২৭ হাজার ১৮৫টি। চাহিদার বিপরীতে শতভাগ বই পাওয়া গেছে বলে জানিয়েছে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. সানাউল্লাহ।

অন্যদিকে জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের তথ্য মতে, রাজশাহী জেলাতে মাধ্যমিক, ইবতেদায়ি ও দাখিল এবং এসএসসি ভোকেশনালের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ৩৭ লাখ ৪ হাজার ৩০২টি বইয়ের চাহিদার বিপরীতে ১৮ লাখ ৮ হাজার ১৪৬টি বই পাওয়া গেছে।