শিরোনাম

বগুড়া, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বগুড়া শহরের বারোপুর এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত চক্রের দুই সদস্যকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের ইউসুফ নবী ও কুমিল্লার মোসাদ্দের আলী। তারা কুমিল্লা থেকে সারাদেশে ডাকাতি করে বেড়ানো একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। আগেও বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় একাধিক মামলার আসামি।
তাদের গ্রেপ্তারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি জ্যাক গাড়ি, দুটি সিলিন্ডার, তালা কাটার সংযুক্ত লোহার পাইপ, শর্টগানের চারটি গুলি, একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে মুখোশধারী ডাকাতদল বগুড়া শহরের বারোপুর এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশন ও এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউজে ডাকাতি করে। এ সময় তারা সেখানে থাকা গার্ড ও কর্মচারীদের হাত-পা ও মুখ বেঁধে ক্যাশে থাকা ৪৩ হাজার টাকা, একটি বারবোর শটগান ও ১০ রাউন্ড কার্তুজ লুট করে নেয়।
তিনি আরও জানান, ডাকাতির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এর আগে পুলিশ সদস্যরা ডাকাতদল বহনকারী একটি ট্রাকের পিছু ধাওয়া করে এবং বিষয়টি থানার সব টহল পার্টিকে সতর্ক করা হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও অভিযানের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।