শিরোনাম

পিরোজপুর, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২০২৬ সালের শিক্ষাবর্ষের শতভাগ বই বিতরণ সম্পন্ন হয়েছে। তবে প্রথম দিনে মাধ্যমিকের সকল শ্রেণীতে শতভাগ বই বিতরণ করা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, মাধ্যমিক শ্রেণীগুলোর ধাপে ধাপে শতভাগ বই বিতরণ সম্পন্ন করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ৯৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাহিদার শতভাগ বই ইতোমধ্যে পৌঁছে গেছে। প্রাথমিকে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণী পর্যন্ত জেলায় মোট বরাদ্দকৃত বইয়ের সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৫১৭টি। এর মধ্যে পিরোজপুরের ৭ উপজেলার ইন্দুরকানীতে ৩৪ হাজার ১৫৮ টি, কাউখালিতে ২৪ হাজার ২৭৩ টি, নাজিরপুর ৯৯ হাজার ৫৪০ টি, নেছারাবাদে ৮৯ হাজার ৬৮৮টি, সদর উপজেলায় ৬৩ হাজার ২৫৮ টি, ভান্ডারিয়া ৬৫ হাজার ৭১২ টি এবং মঠবাড়িয়া ১ লাখ ১১ হাজার ৮৮৮ টি বইয়ের চাহিদা ছিল।
এছাড়াও প্রাক প্রাথমিকের চাহিদা ছিল ২২ হাজার ৮৮৬ টি যা শতভাগ সরবরাহ করা হয়েছে।
পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান বলেন, পিরোজপুরে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীরাই নতুন বই পাচ্ছে।
এদিকে জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, আমাদের এখন পর্যন্ত ৭০ শতাংশ বই এসেছে। এখনো বই আসছে। আশা করি খুব দ্রুত এই শিক্ষার্থীদের বই দেওয়া যাবে, তবে শতভাগ কবে পূরণ হবে তা এখনো বলা যাচ্ছে না।