শিরোনাম

মুন্সীগঞ্জ, ১ জানুয়ারি, ২০২৬ ( বাসস ) : জেলায় ২০২৬ শিক্ষাবর্ষে ৯২৮ টি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৬০ হাজার ৮৮৪ জন প্রাথমিক শিক্ষার্থী নতুন বই পাচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় , ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত জেলায় ৬১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ,১ টি প্রশিক্ষণ বিদ্যালয়, ৩০৮ টি কিন্ডার গার্টেন, ৫ টি উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, ২ টি রেজিষ্ট্রাড বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৮৮৪ জন।
এর মধ্যে প্রাক -প্রাথমিকে ২৫০৩৭ জন ১ম শেণিতে ২৭৬৬৩ জন , ২য় শ্রেণিতে ২৭৬৫১ জন , ৩য় শ্রেণিতে ২৭৭৯৩ জন ৪র্থ শ্রেণিতে ২৭০০৯ জন এবং ৫ম শ্রেণিতে ২৫৭৩১ জন শিক্ষার্থী রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানান , জেলার ৬টি উপজেলায় শতভাগ নতুন বই পৌঁছে গেছে। যথাসময়ে ৬টি উপজেলায় বিতরণ করা হয়েছে।সকল বিষয়ের বই দূততম সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।