বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৫:৫৯

সুনামগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস): সুনামগঞ্জ পৌর এলাকায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার পৌর এলাকার তেঘরিয়া মাদ্রাসা, শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের জামিয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর মাদ্রাসা, দারুল উলূম মহিলা মাদ্রাসা এবং গাজী নগর ও দরগাহপুর গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন। 

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।