শিরোনাম

বগুড়া, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বগুড়ার গাবতলী ও শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো মানুষ অংশ নেন।
বুধবার বেলা ২টার দিকে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় মানুষের ঢল নামে। কয়েক হাজার মানুষ সেখানে সমবেত হয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
জানাজায় স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিএনপি, জামায়াত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি কায়দোজ্জোহা টিপু, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিটন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া ইকবাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুছ আলী, সেক্রেটারি অধ্যাপক ওয়াদুদ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ এবং পৌর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন আলম।
অন্যদিকে একই দিনে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠেও বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি জানাজায় অংশ নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।