শিরোনাম

খাগড়াছড়ি, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খাগড়াছড়িতে নতুন বই দিয়ে নতুন বছরে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম।
২০২৬ শিক্ষাবর্ষে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৭০৬টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১২৩ টি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক যোগে ৪ লাখ ৫৭ হাজার ৬৯২টি বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি দক্ষিণ খবংপড়িয়া সরকারি প্রাথমিকসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শুভাশীষ বড়ুয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব চাকমা, প্রধান শিক্ষক বিজয়া খীসাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বছরের প্রথম দিনে নতুন পাঠ্যপুস্তক পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। এ দিকে বছরের প্রথমদিনে খাগড়াছড়ির প্রায় ৩৯ হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে মাতৃভাষায় রচিত নতুন বই বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন স্কুলে চাকমা ভাষায় রচিত ৩৮ হাজার ৬৮টি, মারমা ভাষায় রচিত ২২ হাজার ৫৩৫ টি ও ত্রিপুরা ভাষায় রচিত ২৬ হাজার ৩৯৮টি বই বিতরণ করা হয়।
প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় রচিত বই দেওয়া হয়। এছাড়া প্রাক প্রাথমিকে ২০ হাজার ১৪৬টি বই বিতরণ করা হয়।