বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪

ফটিকছড়ি আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সভাপতি মুজিবুল হক মজুকে গ্রেপ্তার করেছে ভূজপুর থানা পুলিশ। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের সাবেক সভাপতি মুজিবুল হক মজু (৭৫) কে গ্রেপ্তার করেছে ভূজপুর থানা পুলিশ। 

আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজার এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে। কোনো রাজনৈতিক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।