শিরোনাম

পটুয়াখালী, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতফ হোসেন চৌধুরী এবং পটুয়াখালী ৪ আসনে কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
আজ রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহিদ হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন আলতাফ হোসেন চৌধুরী। এ সময় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবর রহমান টোটন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে প্রার্থীর নিজ বাসভবনে দোয়া মিলাদ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় আসেন তিনি।
এদিকে মোশাররফ হোসেনর পক্ষ থেকে কলাপাড়ায় সহকারী রিটার্ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে ৫ সদস্যদের একটি দল এ মনোনয়ন পত্র জমা দেন। এসময় বিএনপি ও অংসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা করেন প্রার্থীরা।