বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : ভোলায় অস্ত্রসহ আটক ১

প্রতীকী ছবি

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ফেজে ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ একজন আটক হয়েছে।

অভিযানে ১ বিদেশী পিস্তল, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রের ব্যারেল,  ২ রাউন্ড কার্তুজ ও তিনটি দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মো. রাসেল (৩৭)। 

আজ রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন শরীফ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। 

জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।