শিরোনাম

বরিশাল, ২৮ ডিসেম্বর,২০২৫(বাসস) : জেলায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (জিপি) বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি পরিচালনায় ছিল বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব), এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
কর্মশালার শুরুতে অতিথিবৃন্দ পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করেন। এতে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে অংশগ্রহণকারীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।