বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২২
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৫২

‘ভোটের গাড়ি’ এখন নাটোরে

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচারণা চালিয়ে যাওয়া ‘ভোটের গাড়ি’ এখন নাটোরে। ছবি: বাসস

নাটোর, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচারণা চালিয়ে যাওয়া ‘ভোটের গাড়ি’ এখন নাটোরে। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য বিষয়ে জেলায় এই গাড়ির মাধ্যমে শনিবার থেকে শুরু হওয়া প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী চলবে আগামীকাল পর্যন্ত।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ছাড়াও ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রদর্শিত প্রামাণ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকান্ড, প্রবাসীদের ভোট, গণভোটের মাধ্যমে সংস্কার ইত্যাদি। 
আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘সুপার কারাভান’ নামে ১০টি গাড়ির বহর নিয়ে গত ২২ ডিসেম্বর এ যাত্রা শুরু করে। এই যাত্রার অংশ হিসেবে আজ রোববার নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া এবং মাধনগরে প্রদর্শনীর আয়োজন করা হয়। তীব্র শীত উপেক্ষা করে প্রচুর দর্শনার্থী এসব চলচ্চিত্র উপভোগ করেন।

আজ বিকেলে সিংড়া উপজেলায় প্রদর্শনীর আয়োজন করা হবে। আগামীকাল লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে গতকাল গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় প্রদর্শনী শেষ হয়েছে বলে জানান ‘ভোটের গাড়ি’র রাজশাহী বিভাগীয় মনিটরিং সুপারভাইজার মো. জাহিদ হাসান। 

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খাঁন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিপ্রবেলঘড়িয়া এবং মাধনগরে আজ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র মাধ্যমে উপজেলাগুলোতে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। এই কার্যক্রমে জেলা প্রশাসন সহযোগিতা দিয়ে যাচ্ছে।