শিরোনাম

কুষ্টিয়া, ২৫ ডিসেম্বর, ২০২৫(বাসস) : জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও শহরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ ৯ হাজার ৩০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, জেলার মিরপুর বাসষ্ট্যান্ড এলাকায় দুপুরে মেহেরপুর-কুষ্টিয়াগামী আলহাজ নামক একটি বাস তল্লাশি করে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২১ লক্ষ টাকা।
অন্যদিকে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের বাইপাস লালন চত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে বিজিবি।
একই দিনে কাজিপুর বিওপির সীমান্তের বর্ডার পাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ, ৭০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং ১ হাজার ১৪০ পিস চকলেট বাজি আটক করা হয়। এছাড়া সকাল ১০টার দিকে ধর্মদাহ সীমান্ত এলাকা থেকে আরও ৩০ বোতল ভারতীয় মদ ও ৫০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া, বেলা সাড়ে ১২টার দিকে চরচিলমারী বিওপির আওতাধীন ডিগ্রির চর মাঠপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭৭ বোতল ভারতীয় ‘ইএসকেইউএই’ সিরাপ উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক মূল্য ২৯ লাখ ৯ হাজার ৩০০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ এবং অবৈধ নকল বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।