বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:২১

বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজ, সম্পাদক সালেহ

সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ। কোলাজ : বাসস

বরগুনা, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আজ বরগুনা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠিত নির্বাচনে বরগুনা প্রেসক্লাবের ২০২৬ সালের জন্য বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বরগুনা জেলা সংবাদদাতা মো. হাফিজুর রহমান সভাপতি এবং চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার ও দৈনিক সমকাল এর বরগুনা প্রতিনিধি আবু জাফর সালেহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব মিলায়তনে অনুষ্ঠিত প্রেসক্লাবের ৪৭তম বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, দৈনিক ইত্তেফাকের বরগুনা প্রতিনিধি মইনুল আবেদীন সুমন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডিবিসি টেলিভিশন এর বরগুনা প্রতিনিধি মালেক মিঠু নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ এবং প্রেসক্লাবের সদস্য রিয়াজ আহমেদ মুসা ও সাইফুল ইসলাম মিরাজ।