শিরোনাম

ভোলা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): দেশনায়ক তারেক রহমানের প্রতি এক অনন্য ভালোবাসার নজির দেখালেন দ্বীপের জেলা ভোলার উদ্যমী যুবক আব্বাস মিয়াজী। ব্যতিক্রমী ও আবেগঘন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোলা জেলার বিএনপিপ্রেমীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোলা সদর উপজেলার ৯ নং চরসামাইয়া ইউনিয়নের শ্রমিক দলের দপ্তর সম্পাদক আব্বাস মিয়াজী সাইকেল চালিয়ে ভোলা থেকে বরিশাল হয়ে পদ্মা সেতু অতিক্রম করে ঢাকার উদ্যেশ্যে যাত্রা শুরু করেছেন।
গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় ভোলা জেলা শহরে অবস্থিত বিএনপি কার্যালয় থেকে রওয়ানা করেন আব্বাস মিয়াজী।
জাতীয়তাবাদী দল বিএনপির ভক্ত আব্বাস বাসসকে বলেন, তার লক্ষ্য একটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সঙ্গে দেখা করা এবং তার হাতে দুই গুচ্ছ ধানের শীষ তুলে দেয়া।
তিনি জানান, আগামীকাল ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলে সরাসরি তার সঙ্গে সাক্ষাৎ করে এই ধানের শীষ উপহার দিতে চান তিনি। তার ভাষায়, তারেক রহমানের হাতে ধানের শীষ তুলে দিতে পারলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এর বাইরে আমি আর কিছুই চাই না।
দীর্ঘ পথ কষ্ট ও ঝুঁকির পরোয়া না করে দলীয় ভালোবাসা আর আবেগকে শক্তি করে এই সাইকেল যাত্রায় বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, আব্বাস মিয়াজীর এই উদ্যোগ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অগাধ ভালোবাসা ও রাজনৈতিক আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত বহন করছে।
ভোলা থেকে ঢাকার পথে এই প্রতীকী সাইকেল যাত্রা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে বলে মনে করছেন বিজ্ঞজনেরা।