বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯

ড. জিয়াউল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে পদোন্নতি

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় একটি প্রজ্ঞাপন জারি করে তাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে নিয়োগ দিয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল হক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

এতে বলা হয়েছে যে পদোন্নতি এবং পদায়ন অবিলম্বে কার্যকর হবে।