বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:০৪

খুলনায় ‘বড় দিন’ উপলক্ষে কেএমপির সাথে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মতবিনিময়

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে কেএমপি’র সাথে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

খুলনা, ২৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র সাথে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদ্যাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। 

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। এ উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি না হয়, সে বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। সকল গির্জা ও উপাসনালয় এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে অবহিত করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যার বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক মতামত উপস্থাপন করেন। তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং কেএমপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন।

এ সময় কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (ট্র্যাফিক) শফিকুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়, ডেপুটি পুলিশ কমিশনার (অপারেশনস্) আব্দুল্লাহ-আল-মাসুম-সহ খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।