শিরোনাম

কিশোরগঞ্জ, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): কিশোরগঞ্জ শহরে যৌথ অভিযানে একটি পরিত্যক্ত পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় শহরের আজিম উদ্দিন স্কুল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পিস্তলটি কতদিন ধরে সেখানে রাখা ছিল কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অস্ত্রের প্রকৃত মালিক ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।