শিরোনাম

নওগাঁ, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বদলগাছীতে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের নিয়ে শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকালে উপজেলার থানা সংলগ্ন কমিউনিটি সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যক্তি ও সমাজ গঠনে শিক্ষার ভূমিকা ‘শীর্ষক’ এই অনুষ্ঠানের আয়োজন করে বদলগাছী উপজেলা আদিবাসী ছাত্র সমাজ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এবং কেন্দ্রীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি তপু পাহান। আর সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সনাতন পাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী। এছাড়া ক্ষুদ্র- নৃ -গোষ্ঠীদের সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন তপু পাহান, সনাতন পাহান, রূপবতী রাণী, মমতা লাকড়া সহ অনেকে।
তারা প্রধান অতিথিকে উদ্দেশ্য করে বলেন, আমরা এখনও পিছিয়ে আছি, কেন পিছিয়ে থাকবো। আমরা কি করলে এগিয়ে যাবো, সেটা আপনি অভিভাবক হয়ে দিকনির্দেশনা দিবেন। আমরা আর পিছিয়ে থাকতে চাইনা।তারা আরও বলেন, আমরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে নারীরা অনেক পিছিয়ে আছে। আর সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে সবসময় আমরা বঞ্চিত। তবে আমরা আর পিছিয়ে থাকতে চাই না জানিয়ে প্রধান অতিথিকে বলেন, শিক্ষার ক্ষেত্রে আমাদের সন্তানেররা অনেক পিছিয়ে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ কম থাকে। আর যারা বিশ্ববিদ্যালয় সুযোগ হয় পায়, তাদের পড়াশোনাসহ যেন আবাসিক সুবিধা নিশ্চিত করা হয়।
প্রধান অতিথি বলেন, তারেক রহমান বলেছেন মানুষকে ভালোবাসা দিতে হবে, আর্থিক সচ্ছলতা ও শিক্ষার নিশ্চয়তা দিতে হবে। কারণ শিক্ষা ব্যক্তি জীবনকে আলোকিত করার পাশাপাশি একটি সচেতন, মানবিক ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার প্রসারের মাধ্যমেই সামাজিক বৈষম্য দূর করে উন্নত জাতি গঠন সম্ভব এবং শিক্ষায় গড়ে ওঠে আলোকিত মানুষ ও উন্নত সমাজ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপবতি তির্কি, কমল পাহান, সুশেন পাহান, কালিপদ টপ্যা, সাগর পাহান, রিমন টপ্য, পল্লব তিগ্যা, সুমন কুমার, রিপন পাহান, প্রদীপ পাহান, বিধান পাহান, শিপন কুমার তেলী, মতিন পাহান সহ ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রায় দুই হাজার নারী পুরুষ।
পরে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও ক্ষুদ- নৃ- গোষ্ঠী পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এবং সেমিনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।