বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬

মুন্সীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় দুই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা পরিষদ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ধলাগাঁও ও চিতলিয়া বাজার এলাকায় সার বিপণন ব্যবস্থা তদারকি করে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুন্না খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিলার শফিউদ্দিন মোল্লাকে ৫ হাজার টাকা এবং মামুন খাঁনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াসাদ সাদাত, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিগণ।