শিরোনাম

রংপুর, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কোঅর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মোহা. আশরাফুল ইসলাম।
সভায় নগরীর সার্বিক পুষ্টি পরিস্থিতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, অপুষ্টি হ্রাসে চলমান কার্যক্রম এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে নগর এলাকায় পাঁচ বছরের কম বয়সী শিশু, কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে কার্যকর ও টেকসই কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে মোহা. আশরাফুল ইসলাম বলেন, অপুষ্টি একটি বহুমাত্রিক সমস্যা। এটি সমাধানে একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে সফল হওয়া সম্ভব নয়। স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবা, স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নগর পর্যায়ে পুষ্টি কার্যক্রম জোরদার করতে হবে।
তিনি মাঠপর্যায়ে কার্যক্রমের অগ্রগতি নিয়মিত মনিটরিং এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের চলমান পুষ্টি কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার ওপর মত দেন।
সভা শেষে নগরীর পুষ্টি উন্নয়নে আগামী ত্রৈমাসিকের জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ এবং নিয়মিত ফলোআপ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।