বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ২৩:১৪

সখীপুরে মোটরসাইকেল রেসিংয়ে মুখোমুখি সংঘর্ষে তিন স্কুল শিক্ষার্থী নিহত 

টাঙ্গাইল, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের সখীপুরে বন্ধুরা মিলে রেসিংয়ের সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

‎আজ সোমবার উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। 

নিহত শিক্ষার্থীরা হলো, সখিপুর উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে আবির (১৬), কালিদাস বল্লা চালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে লিখন (১৫) ও ফুলঝুরি এলাকার রউফ মিয়ার ছেলে সাব্বির (১৫)। 

এ দিকে গুরুতর আহত শিক্ষার্থী মাজিদুল (১৯) ও সুজনকে (১৬ ) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, বন্ধুরা মিলে বনাঞ্চলের সড়কে মোটরসাইকেল রেসিং করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।