বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ২১:০৭

সুযোগ পেলে রাজশাহীতে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: মিনু

ছবি: বাসস

রাজশাহী, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, রাজশাহী-২ (সদর) আসনের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী নির্বাচনে আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে রাজশাহী মহানগরের ৫০ হাজার ভাই-বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 

রাজশাহী সিটির সাবেক এ মেয়র বলেন, আগে যখন দায়িত্বে ছিলাম তখন এই নগরের ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলাম। 

আজ সোমবার বিকেলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি, শাহমখদুম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ওয়ার্ডের একটি মাঠে এ আয়োজন করে।  

রাজশাহী সিটির সাবেক এ মেয়র মিনু বলেন, আগামী দিনে এখানে আমরা বিশেষ করে কম্পিউটার সায়েন্সসহ সকল পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। সিল্ক ইন্ড্রাস্ট্রি গড়ে তোলা হবে। আমাদের এই জেনারেশনের যারা ব্যবসা করতে চায় তারা এগিয়ে আসবে। আগামী শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে আগামী দিনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। আল্লাহ যেন আমাদের কামিয়াবি করে দেন।

তিনি বলেন, রাজশাহীর যা কিছু উন্নয়ন হয়েছে তার সব আপনাদের অবদান। এর চেয়েও বড় অবদান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা এখন অসুস্থ। তিনি আমাদের মা। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত ও দেশের সার্বিক উন্নয়নে তিনি যেন আগের মতো ভূমিকা রাখতে পারেন।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

সভাপতিত্ব করেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি (উত্তর) এর সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও সঞ্চালনা করেন ১৮ নং ওয়ার্ড বিএনপি (উত্তর) আহবায়ক মোহাম্মদ আনসার আলী। এ ছাড়া মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।