বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ২০:১৮

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত

বগুড়া, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বগুড়ার ধুনটে সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন রেবেকা খাতুন (২৬) ও তার চার বছরের মেয়ে হুজাইফা খাতুন। 

আজ সোমবার দুপুর ২টায় ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেবেকা খাতুন উপজেলার বথুয়াবাড়ি গ্রামের পলাশের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গৃহবধূ রেবেকা খাতুন ও তার মেয়ে হুজাইফা ব্যাটারিচালিত অটোভ্যানে করে পেচিবাড়ি থেকে বাড়ির দিকে রওনা হন। পথে বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে ওঠার সময় অটোভ্যান থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন মা ও মেয়ে। এ সময় ধুনটগামী সিমেন্ট বোঝাই দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। ট্রাক সড়কে রেখেই চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিমেন্ট বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। মা ও মেয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।