শিরোনাম

সাতক্ষীরা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলা প্রশাসনের উদ্যোগে আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার আফরোজা আক্তার।
এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল মইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহবায়ক রহতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম মুুকুল ও সেক্রেটারী মাও. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে পুলিশ প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সাতক্ষীরা চারটি আসনের সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ, অপপ্রচার ও সহিংসতা পরিহার এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এ ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় আরো জানানো হয়।
এ সময় ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্বাচনী প্রচারণায় শালীনতা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়। সভা শেষে উপস্থিত সম্ভাব্য প্রার্থীরা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।