শিরোনাম

সিলেট, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট মহানগর বিএনপি আজ নগরীতে একটি বিশাল র্যালি করেছে। নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিজয় র্যালিতে আলাদাভাবে বিএনপির বিভিন্ন জোন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজস্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।
রেজিস্ট্রারি মাঠে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় র্যালিপূর্ব সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে দলটির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে স্বাধীনতা সংগ্রামের মূল আদর্শ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, শোষণমুক্তি ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। র্যালিতে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল হোসেন, জিয়াউল গনি, আরিফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুব কাদির শাহী, সুদীপ রঞ্জন বাপ্পু, নুরুল মুমিন খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান।