শিরোনাম

ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) আজ ‘ইউপিএল টার্নস গোল্ডেন’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেন, ‘এই প্রকাশনা সংস্থার যাত্রাপথ প্রায় বাংলাদেশের যাত্রাপথের সঙ্গেই সমান্তরাল।’
অনুষ্ঠানে ইউপিএলের প্রতিষ্ঠাতা প্রয়াত মহিউদ্দিন আহমেদের স্মরণে ‘আরশি ট্রাস্ট’-এরও উদ্বোধন করা হয়।
প্রয়াত মহিউদ্দিন আহমেদের কন্যা মাহরুখ মহিউদ্দিন আরও বলেন, ‘এটি শুধু ইউপিএলের জন্যই নয়, পাঠকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
আজ শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার সেন্টারের সেমিনার হলে অনুষ্ঠিত এ উদযাপন অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশনা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মাহরুখ বলেন, তার বাবা সবসময় বিশ্বাস করতেন যে ‘পাঠকদের চাহিদা পূরণ করতে হবে' এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে 'লেখকদের লেখায় উৎসাহিত করতে হবে।’ একইসঙ্গে তিনি আন্তর্জাতিক প্রকাশকদের সঙ্গে চুক্তি করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভালো বই এনে বাংলাদেশের পাঠকদের কাছে পৌঁছে দিতেন।
তিনি বলেন, ‘তিনি বাংলাদেশ থেকে বিশ্বের কাছে জ্ঞানের এক দূত ছিলেন এবং যেখানেই গেছেন, বাংলাদেশের ও প্রকাশকদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সর্বাত্মক চেষ্টা করেছেন।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)র ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের অধ্যাপক নিয়াজ জামান, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।
মাহফুজ আনাম বলেন, ‘সমাজকে হতে হবে জ্ঞানভিত্তিক এবং জ্ঞানের উৎস হতে হবে মানসম্মত বই।
ইউপিএলের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ তাঁর সারাজীবন এ লক্ষ্যেই কাজ করে গেছেন।’
আলী রিয়াজ বলেন, ১৯৮০-এর দশকে একাডেমিক, বিশ্লেষণধর্মী ও গবেষণাভিত্তিক প্রকাশনার মাধ্যমে ইউপিএল বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।
তিনি বলেন, ‘ইউপিএল শুধু বিশ্বকে দেশে নিয়ে আসেনি, বরং বাংলাদেশকেও বিশ্বমঞ্চে নিয়ে গেছে।’
আনুষ্ঠানিক আলোচনা ও আরশি ট্রাস্টের উদ্বোধনের পাশাপাশি অনুষ্ঠান প্রাঙ্গণে ইউপিএলের প্রকাশিত বইয়ের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থাও ছিল।
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত ইউপিএল সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার তিনটি বিক্রয়কেন্দ্রে মাসব্যাপী বইমেলারও আয়োজন করেছে, যেখানে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে।
এছাড়া, পাঠকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউপিএলের অনলাইন প্ল্যাটফর্ম থেকেও এ ছাড়ের সুবিধা নিতে পারবেন।