শিরোনাম

সিলেট, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
সমাপনী সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহ-এর ওপর গুলি বর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তনি বলেন, ‘এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র ও রাজনৈতিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার মাধ্যমে বিরোধী কণ্ঠ দমন করার চেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।
সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে অংশ নেন সিলেট জেলা ও মহানগর বিএনপির সহ-সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আশিক উদ্দিন আশু, জিয়াউল গনি আরিফিন জিল্লুর, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মাহবুব কাদির শাহী, ডা. আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আফজাল হোসেন, আব্দুর রহিম মল্লিক, কামরুল হাসান শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।