বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ২য় ইনকোর্স পরীক্ষা ৪ জানুয়ারি থেকে

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষের ২য় ইনকোর্স পরীক্ষা ২০২৬ সালের ৪ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। 

শিক্ষার্থীদের ১ম এবং ২য় ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রির যাবতীয় কার্যাবলি নির্ধারিত http://info.nu.ac.bd লিংকে প্রবেশ করে ২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে।

আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইনকোর্স পরীক্ষার নম্বর নির্ধারিত সময়ের পর এন্ট্রি করা যাবে না এবং লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ওয়েবসাইট http://info.nu.ac.bd এ মার্কস এন্ট্রি মেন্যু থেকে কোর্স সিলেক্ট করার পর ইনকোর্স মার্কস এন্ট্রি ক্লিক করে মার্কস এন্ট্রি করা যাবে। পাসওয়ার্ড সংগ্রহের জন্য কলেজ পোর্টাল (http://collegeportal.nu.ac.bd) এ লগইন করে নোটিফিকেশন মেন্যুতে ক্লিক করলে পাওয়া যাবে।

ইনকোর্স পরীক্ষার নম্বর ডাটা এন্ট্রি করে অনলাইনে পাঠানোর পর প্রেরিত নম্বরপত্রের প্রিন্ট কপি, ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরাশিট গালাসিল করে পরিচালক আঞ্চলিক কেন্দ্র/উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, অনার্স ৪র্থ বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে বা ডাকযোগে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে।

যেসব নিয়মিত পরীক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করা থাকবে, শুধু তাদেরই ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের জন্য সম্ভাব্য তালিকায় নাম থাকবে।