শিরোনাম

টাঙ্গাইল, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার মির্জাপুর উপজেলায় আজ পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মেসার্স আইবিএল ব্রিকস’ নামের ইটভাটার চিমনি স্থায়ীভাবে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার জেলার মির্জাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এ পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম।
এসময় টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম, সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিল্পব কুমার সূত্রধর সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম জানান, পরিবেশ ছাড়পত্র না থাকায় অবৈধভাবে গড়ে ওঠা মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় অবস্থিত মেসার্স আইবিএল ব্রিকসের কিলন চিমনি স্থায়ীভাবে গুঁড়িয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।