শিরোনাম

রাঙ্গামাটি, ৮ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে শহরের ভেদভেদিস্থ বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
সংগঠনের চট্টগ্রাম উত্তর-দক্ষিণ কমিটির সভাপতি এজাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ কর্মসূচীতে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি গাজী আইয়ুব আলী, সহ-সভাপতি আসাদুজ্জামান বাবুল সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।