বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:০৫

বেগম জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপির গণ দোয়ায় নেতাকর্মীদের ঢল

ছবি : বাসস

বগুড়া, ৮ ডিসেম্বর ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জেলা বিএনপি আজ এক গণ দোয়া ও মোনাজাতের আয়োজন করে। এতে স্থানীয় সব নেতাকর্মীরা অংশ নেন। 

জেলা বিএনপির ২৪টি ইউনিট, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ বগুড়া জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়াতে উপস্থিত হতে শহরের আলতাফুন্নেছার খেলার মাঠে সমবেত হন। 

বাদ আসর আয়োজিত এ দোয়া- মোনাজাতের আগে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল কমির বাদশা। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাবরণ করতে হয়েছে। নির্যাতন চালিয়ে তাকে অসুস্থ করে দিয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাই দায়ী। 

তিনি বলেন, দেশ বিদেশের চিকিৎসকরা এসে খালেদা জিয়াকে সুচিকিৎসা দিচ্ছেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের মানুষ সারাদেশের সব মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় দোয়া মহফিল করেছে। গরু ছাগল সদকায়ে জারিয়া দিয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষরা মন্দিরে প্রার্থনা করেছে। ইনশাল্লাহ খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও দেশের মানুষের জন্য কাজ করবেন।

জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্র্বতীকালীন সরকার থেকে শুরু করে দেশের সব সেক্টরের প্রতিনিধিরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। বেগম জিয়া এখন বাংলাদেশের অভিভাবক। আমরা বগুড়াবাসী। তাই আমাদের দায়িত্ব বেশি। তাই আমরা গণ দোয়ার আয়োজন করেছি। ইনশাল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

গণ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মওলানা আতাউল্লাহ নিজামী। দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, কাজি রফিকুল ইসলাম, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, এনামুল হক শাহিন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা কৃষক দলের আহ্বায়ক  সাইফুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীল আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিলুর রহমান শাওন, সাধারণ সম্পাদক হোসেন আলী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন প্রমুখ।