বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৫১

দুই ডিআইজি, সাত অতিরিক্ত ডিআইজি ও ১৩ এসপিকে বদলি

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): মাঠপর্যায়ের প্রশাসন ও পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদলের অংশ হিসেবে সরকার আজ পুলিশের দুইজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), সাতজন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ১৩ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার ও ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মো. জুলফিকার আলী হায়দারকে একই পদমর্যাদায় শিল্প পুলিশপ্রধান হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনারকে পদোন্নতি দিয়ে ডিআইজি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগমকে একই মর্যাদায় রিভার পুলিশে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার নজমুল হাসানকে চট্টগ্রাম রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার এম. মাসুদ রানাকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুপারনিউমারারি যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি সমমর্যাদা) মোহাম্মদ রাবিউল হোসেন ভূঁইয়াকে তার মূল পদমর্যাদা অনুযায়ী সন্ত্রাসবিরোধী ইউনিটে (এটিইউ) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া, এসএমপির সুপারনিউমারারি অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মো. তারেক আহমেদকে এসবিতে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের (পিএইচকিউ) সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. আল মামুনকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে এসবির পুলিশ সুপার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে এবং তাঁকে বর্তমান কর্মস্থলেই বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য বদলিগুলোর মধ্যে রয়েছে: 

চট্টগ্রাম রেঞ্জের এসপি কাজী মো. আবদুর রহিমকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি

পুলিশ সদর দপ্তরের এসপি সাখাওয়াত হোসেনকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) একই পদে বদলি,

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মোমিনুল করিমকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এসপি হিসেবে বদলি,

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের সুপারনিউমারারি এসপি মো. তারিকুর রহমানকে সিআইডিতে অতিরিক্ত এসপি হিসেবে বদলি,

ট্যুরিস্ট পুলিশের সুপারনিউমারারি এসপি মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি,

সিলেট মেট্রোপলিটন পুলিশের সুপারনিউমারারি এসপি মো. শাহরিয়ার আলমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন,

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুপারনিউমারারি এসপি (ডিসি) মো. আবদুল আউয়ালকে সিলেট মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি,

চট্টগ্রাম রেঞ্জের সুপারনিউমারারি এসপি নাজমুন নাহারকে ঢাকা রেঞ্জে অতিরিক্ত এসপি হিসেবে বদলি,

ঢাকা রেঞ্জের সুপারনিউমারারি এসপি মো. তারেক রহমানকে এসবি, ঢাকায় অতিরিক্ত এসপি হিসেবে বদলি,

খুলনা রেঞ্জের এসপি কাজী মঈনউদ্দিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি,

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানকে পিবিআইয়ে এসপি হিসেবে বদলি,

এবং এসএমপির সুপারনিউমারারি এসপি আহমাদ মাইনুল হাসানকে রেলওয়ে পুলিশে অতিরিক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই বদলির আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।