বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৪

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের ধারণা পেলেন ৩২০ জনের বেশি নারী কৃষক

ছবি : বাসস

রাজশাহী, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ৩২০ জনের বেশি প্রান্তিক নারী কৃষককে তাদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, অন্তর্ভুক্তি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।

তাদেরকে ডিজিটাল হয়রানি প্রতিরোধ, মত প্রকাশ এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে ধারণা দেওয়া হয়।

আজ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মুসলিমপুর গার্লস একাডেমি মাঠে ‘কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘শক্তিশালী কৃষক নেতৃত্বাধীন সিভিল সোসাইটি সংগঠনের মাধ্যমে তৃণমূল সম্প্রদায়ের ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা বৃদ্ধি’ প্রকল্পের অংশ হিসেবে কৃষি টেকসই ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন সংস্থা(এএসএসইডিও) এ সমাবেশের আয়োজন করে।

ইউরোপীয় ইউনিয়ন এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও রাজশাহীর তানোর উপজেলায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা, কৃষি কর্মকর্তা সালেহ আকরাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান এবং প্রাণিসম্পদ কর্মকর্তা কাউসার আহমেদ সভায় বক্তব্য রাখেন।

অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে এএসএসইডিও’র নির্বাহী পরিচালক রাবিউল আলম বলেন, প্রকল্পটির লক্ষ্য হলো ক্ষুদ্র কৃষক-নেতৃত্বাধীন সিভিল সোসাইটি সংগঠনগুলোর সামাজিক মূলধন ও সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের পক্ষে সোচ্চার হতে পারে।

তিনি বলেন, প্রকল্পের প্রধান লক্ষ্য হলো- সংগঠনগুলোর সামাজিক পুঁজি ও দক্ষতা বৃদ্ধি করে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া।

নির্দিষ্ট লক্ষ্য হলো সংগঠনগুলোর আইনি অবস্থান ও কার্যক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা জাতীয় নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবা প্রদানে প্রভাব বিস্তার করতে পারে।

মূল কার্যফলগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সংগঠনগুলোকে আইনগতভাবে নিবন্ধন করা, দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়ানো এবং নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অগ্রাধিকারগুলো অন্তর্ভুক্ত করা।