বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯

খুলনায় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

ছবি : বাসস

খুলনা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় গণদোয়া ও মোনাজাত কর্মসূচি ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি।

আগামী বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ হাদিস পার্কে এ দোয়া মাহফিল আয়োজন করা হবে।

গতকাল রোববার মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।