বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানের মালামাল জব্দ

লালমনিরহাট, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্তজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে, ভারতীয় ইস্কাফ সিরাপ এবং গাঁজা জব্দ করেছে। 

গত ৭ ও ৮ ডিসেম্বর বালারহাট, বুড়িরহাট, ঝাউরানী ও অনন্তপুর বিওপি এলাকায় পরিচালিত এসব পৃথক অভিযানে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে বাইসাইকেলযোগে আসতে দেখলে টহলদল তাকে চ্যালেঞ্জ করে। 

এসময় তিনি পালিয়ে গেলে তার ফেলে যাওয়া বাইসাইকেল তল্লাশিতে ৫৭৬টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

পরদিন ৮ ডিসেম্বর ভোর রাত সাড়ে ৪টার দিকে আদিতমারীর খামারপাতি এলাকায় চোরাকারবারীরা টহলদলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে সেখানে তল্লাশি চালিয়ে ভারতীয় ইস্কাফ সিরাপের ৯৪ বোতল পাওয়া যায়।

এছাড়া ৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে হাতীবান্ধার উত্তর ঝাউরানী এলাকায় আরো একটি অভিযানে ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করে টহলদল। একইদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফুলবাড়ীর হাজিটারি এলাকায় আরেক অভিযানে ফেলে যাওয়া ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মোবাইল ডিসপ্লের মূল্য ১২ লাখ ৮৩ হাজার ২০০ টাকা, ইস্কাফ সিরাপ ১১৯ বোতলের মূল্য ৪৭ হাজার ৬০০ টাকা এবং ৫ কেজি গাঁজার মূল্য ১৭ হাজার ৫০০ টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ১৩ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা।

১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে।’

তিনি চোরাচালান ও মাদক প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় নিরাপদ রাখার আশ্বাস দেন।

বিজিবি জানায়, সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্তের কাজ চলছে এবং উদ্ধার হওয়া মালামালের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।