শিরোনাম

মাদারীপুর, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নানা কর্মসূচির মধ্যে দিয়ে মাদারীপুরের অবিভক্ত কালকিনি উপজেলা মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
আজ সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের মনোনীত এমপি প্রার্থী মো. আনিসুর রহমান খোকন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব রবি সরদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী প্রমুখ।
উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর উপর। এতে করে পাকহানাদারবাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে পরাজয় বরণ করে। সেদিন তারা মুক্তিযোদ্ধাদের তোপের মুখে কালকিনি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তাই ৮ ডিসেম্বর হানাদার মুক্ত ঘোষণা করা হয়।