শিরোনাম

বরগুনা, ৮ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে আজ দুপুর ১২ টায় পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পি,পি এম,সেবা) এর সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল-মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. ইবরাহিম, ইন্সপেক্টর (গোয়েন্দা শাখা) আনোয়ার হোসেন।
সভায় বক্তব্য দেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো সালেহ, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু, সাংবাদিক মুশফিক আরিফ, সাইফুল ইসলাম মিরাজ প্রমুখ।
সভায় পুলিশ সুপার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। ভোটের দিন সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাড়ি ফেরা নিশ্চিত করবো।
তিনি বলেন, বরগুনায় মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ যত ধরনের সামাজিক অবক্ষয় আছে, তা নিয়ন্ত্রণে কাজ করবো। আপনারা বিভিন্ন তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।