বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৫

নানা আয়োজনে পিরোজপুর মুক্ত দিবস পালিত

ছবি : বাসস

পিরোজপুর, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস):  আজ  ৮ ডিসেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুর মুক্ত দিবস পালিত হয়েছে।

১৯৭১ সালের এ দিনে পিরোজপুর পাকহানাদার, রাজাকার ও আলবদর মুক্ত হয়। এই দিনে ঘরে ঘরে উড়েছিল লাল সবুজের বিজয় পতাকা।

দিবস টি উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৯ টায়  জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে কালেক্টরেট স্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বলেশ্বর খেয়া ঘাটের বধ্যভূমির সামনে গিয়ে শেষ হয়।পরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পন্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শহিদুল হক চাঁন সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক বলেন, আজকে সেই ঐতিহাসিক দিন, যে দিনে পাকিস্তানি হানাদারদের পরাজিত করে পিরোজপুর বিজয় অর্জন করে।এই বিজয় অর্জনে অনেককে জীবন দিতে হয়েছিল।এই দিনে আশা করব যাদের আত্মত্যাগের জন্য পিরোজপুর মুক্তি লাভ করেছিল, তাদেরকে যেন আল্লাহ  বেহেস্ত নসিব করেন এবং তারা যে উদ্দেশ্যে জীবন উৎসর্গ করেছে সেই উদ্দেশ্যকে ধারণ করে আমরা যেন সুন্দর একটি পিরোজপুর গড়ে তুলতে পারি।