বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৩২

সুনামগঞ্জে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

আজ সুনামগঞ্জে নাগরিক সমাবেশ । ছবি : বাসস

সুনামগঞ্জ, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘পরিচ্ছন্ন পৌরসভা, সুস্থ নাগরিক জীবন’ স্লোগানে পরিচ্ছন্নতা পক্ষ (৮-২২ ডিসেম্বর) উপলক্ষে সুনামগঞ্জে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আজ সোমবার দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভার হিসাব রক্ষক সন্তোষ কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

পৌরসভা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মো. মতিউর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান।  

স্বাগত বক্তব্য দেন পৌরসভার প্রশাসক মো. মতিউর রহমান খান। উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন ভোক্তা অধিকারের আব্দুল আউয়াল, ব্যাংক কর্মকর্তা আশরাফুল ইসলাম লিটন, শিক্ষক লিপন, মানবাধিকার কর্মী মুহাম্মদ আমিনুল হক, সাংবাদিক কর্ণ বাবু দাস, সোহানুর রহমান, স্কাউট লিডার রাজিব, নারী উদ্যোক্তা তৃষ্ণা আক্তার প্রমুখ। 

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর প্রধানগণ, গণমাধ্যমকর্মী ও রেস্টুরেন্ট মালিকগণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ পৌরসভা ৩২ দশমিক ১৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গঠিত। ক্লিন সুনামগঞ্জ হিসেবে গড়ে তুলতে কাজ করছে পৌরসভা কর্তৃপক্ষ। পৌর সভার পাশাপাশি নাগরিকদেরকেও সচেতন হয়ে শহর ও পাড়া, মহল্লা পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হতে হবে।