শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ),৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আবুল কালাম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার বেলা ১১টার দিকে চুনতি ইউনিয়ন পরিষদের সামনে একটি বাস তাকে চাপা দেয়।
চুনতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুল মাবুদ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস আবুল কালামকে চাপা দেয়। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে লোহাগাড়া উপজেলায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়েছে। আবুল কালাম কিছুটা বাক্ ও মানসিক প্রতিবন্ধী ছিল।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, এ দুর্ঘটনা পুলিশকে কেউ জানায়নি। খোঁজখবর নিয়ে দেখছি।