শিরোনাম

শেরপুর, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ডাভ সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার বিকেল ৫ টায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে বিজিবি-৩৯ ব্যাটালিয়নের কর্ণজোড়া বিওপির একটি টহল দল ওই অভিযান পরিচালনা করে ।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্তে বরইকুচি গ্রামের রাব্বানীর বসতবাড়িতে অভিযান চালায় বিজিবি। ওই সময় তার বাড়ির পাশে খড়ের গাদা থেকে অবৈধভাবে ভারত থেকে আনা মোট ৮৯ কার্টুনে ৬ হাজার ৪০৮ পিস ভারতীয় ডাভ সাবান উদ্ধার ও জব্দ করা হয়।
বিজিবি-৩৯ ব্যাটালিয়ন কর্ণজোড়া বিওপির ক্যাম্প ইনচার্জ সুবেদার ফুলু মিয়া জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এসব পণ্য অবৈধভাবে সীমান্তপথে পাচার করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।