বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫

নীলফামারীতে বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের অবিনাশের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। ছবি : বাসস

নীলফামারী, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় খাদ্য প্রস্তুতে রঙ ও পোড়া তেল ব্যবহার করায় সততা নামের এক বেকারিকে জরিমানা করা হয়েছে।

আজ রোববার দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের অবিনাশের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম, সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আবু তালেব উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, রঙ ও পোড়া তেল ব্যবহার করার প্রমাণ পাওয়ায় সততা নামের ওই বেকারিকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।