বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৮

ডোমারে ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার করায় জরিমানা

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম মাটি কেটে ইট ভাটায় ব্যবহার করায় জাফর ইকবাল পলাশের মালিকানাধীন শালকী নামক ইটভাটাকে জরিমানা করেছে।ছবি : বাসস

নীলফামারী, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ডোমারে কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে উপজেলার জাফর ইকবাল পলাশের মালিকানাধীন শালকী নামক ইটভাটাকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, জরিমানা আদায়সহ ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।