বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৮:১২

কুমিল্লায় বেগম জিয়ার আরোগ্য কামনায় কুরআন খতম ও দোয়া

আজ কুমিল্লায় বেগম জিয়ার আরোগ্য কামনায় কুরআন খতম ও দোয়া। ছবি : বাসস

কুমিল্লা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ রোগমুক্তি কামনায় কুমিল্লায় টানা ১০ দিন ধরে ধারাবাহিকভাবে নানা ধর্মীয় আয়োজন চলছে।

কুমিল্লা ৬ আসনের জননেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম, এতিমখানায় খাবার বিতরণ, পশু সদকা ও বিশেষ দোয়া-মাহফিল আয়োজন করা হচ্ছে প্রতিদিন।

এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ে কুরআন তেলাওয়াত ও খতম সম্পন্ন হয়। এরপর বিকেলে সেখানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি ও মাহাবুবুর রহমান দুলাল। 

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ কৃষকদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশনেত্রীর সুস্থতা আজ শুধু একটি দলের নয়, সমগ্র দেশের গণতন্ত্র প্রত্যাশী মানুষের কামনা। তাঁরা দেশবাসীকে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করারও অনুরোধ জানান। আয়োজকরাও জানান, নেত্রীর সুস্থতা না আসা পর্যন্ত এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।