শিরোনাম

রাজশাহী, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় (আরইউ) প্রথমবারের মতো পোষা ও গৃহপালিত প্রাণীর জন্য ‘ভেটেরিনারি টিচিং হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার’ চালু করেছে।
কৃষি অনুষদ ভবনের পাশে স্থাপিত এই কেন্দ্রের মাধ্যমে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিভাগ যৌথভাবে পোষা প্রাণীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে।
শিক্ষার্থীদের ব্যবহারিক পাঠদানের পাশাপাশি কেন্দ্রটি প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পশু চিকিৎসা দেবে।
কেন্দ্রের পরিচালক ড. হেমায়েতুল ইসলাম বাসস’কে বলেন, গরু, ছাগল, হাঁস-মুরগি, কুকুর, বিড়ালসহ বেশিরভাগ গৃহপালিত ও পোষা প্রাণীর জন্য নিরবচ্ছিন্নভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।
তিনি আরও বলেন, এই হাসপাতাল শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষের জন্য উপকার বয়ে আনবে।