বাসস
  ০২ ডিসেম্বর ২০২৫, ১৬:১৬
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৬:২৯

বান্দরবানের বুলুপাড়ায় প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ

বান্দরবানের বুলুপাড়ায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বিজিবি। ছবি: বাসস

বান্দরবান, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার রেমাক্রি ইউনিয়নের অত্যন্ত দুর্গম বুলুপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। এসময় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার সকালে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়টির উদ্বোধন করেন। পরে তিনি বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থীর মধ্য্যে বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী এবং চকলেট ও বিস্কুট বিতরণ করেন।

বিজিবির সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে অধিনায়ক বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকারী আলীকদম ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী নৃ-গোষ্ঠী ও পাহাড়ী-বাঙালি জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। 

তিনি আরো বলেন, ‘অপারেশন উত্তরণ’ কর্মসূচির আওতায় ব্যাটালিয়নটি দীর্ঘদিন ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা, খাদ্য ও পোশাক বিতরণ, শীতবস্ত্র প্রদান, অগ্নিকাণ্ড ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক সেবা প্রদান করছে। এসব উদ্যোগ পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সহায়তা করছে।

বিজিবির এই কর্মকর্তা বলেন, শিক্ষা উন্নয়নকে এগিয়ে নিতে এবং সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের আলোর পথে নিয়ে আসতেই বুলুপাড়ায় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, সীমান্তবর্তী বুলুপাড়া এলাকার এই বিদ্যালয়টি স্থানীয় তিনটি পাড়ার প্রায় ৫০টি পরিবারের ৭০-৮০ জন শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করবে। দীর্ঘদিন শিক্ষার বাইরে থাকা এসব শিশুর জন্য বিদ্যালয়টি হবে উজ্জ্বল ভবিষ্যতের নতুন ভিত্তি।

বিদ্যালয় প্রতিষ্ঠার এই মহতী উদ্যোগের জন্য স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, অভিভাবকবৃন্দ, কারবারী বা হেডম্যানসহ সর্বস্তরের মানুষ বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় কারবারী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।