শিরোনাম

রাজবাড়ী, ২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টি টি সি) প্রত্যাগত অভিবাসী কর্মীদের মধ্যে সনদ প্রদান করা করেছে।
'প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়' অধিভুক্ত রাইজ প্রকল্প এবং টিটিসি রাজবাড়ীর যৌথ উদ্যোগে গতকাল সোমবার দুপুরে জেলা সদরের আহ্লাদিপুর টি টি সি কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
তিনি তার বক্তব্যে বলেন, ‘প্রত্যাগত অভিবাসীরা দেশের সম্পদ। তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে পুনর্বাসন নিশ্চিত করা হলে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।’
রাজবাড়ী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো. আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুরের প্রবাসী কল্যাণ কেন্দ্রের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ট্রেডের প্রশিক্ষক মো. আইয়ুব আলী মন্ডল ও মো. সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাস্তবায়িত 'রিকভারি এন্ড আ্যডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট' (রেইজ) রেইন্ট্রিগেশন অফ রিটার্নিং মাইগ্রান্টস প্রকল্পের আওতায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের এ সকল সনদ দেয়া হয়।
এক মনোজ্ঞ অনুষ্ঠান শেষে ড্রাইভিং উইথ অটোমেকানিক্স এবং ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং ট্রেডে ৭০ জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যাগত অভিবাসীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
এসময় টিটিসির কর্মকর্তাসহ সনদপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।