শিরোনাম

সাতক্ষীরা, ২৬ নভেম্বর ২০২৫ (বাসস) : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। এ সময় মাছধরার বিভিন্ন সরঞ্জামসহ জব্দ করা হয়েছে দুটি নৌকা।
গতকাল মঙ্গলবার রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি স্টেশনের আওতাধীন বাটাংয়ের খাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন, শ্যামনগর উপজেলার পার্শ্বেমারী গ্রামের মো. আব্দুল হামিদ গাজীর ছেলে আজিজুল গাজী (৫০), মো. আবুল কালাম (৪০), মো. আব্দুল হাদি গাজীর ছেলে মহসিন গাজী (৮২) ও সিরাজুল ইসলাম গাজী (৫৫)।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের পুষ্পকাটি স্টেশনের টহল সদস্যরা গতকাল মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায়। এসময় ওই চার জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি নৌকাসহ মাছধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক জানান, আটক জেলেদের সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।