বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ১৭:১৯

মুন্সীগঞ্জে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

ছবি : বাসস।

মুন্সীগঞ্জ, ২৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার গজারিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার গজারিয়া উপজেলার রসুলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিদ্যালয়ের ৩০০ শিক্ষক, শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষক শিক্ষার্থীদের অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে হাতে কলমে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। 

স্টেশন কর্মকর্তা ফিরোজ মিয়া বলেন, শিক্ষার্থীদের ভূমিকম্প এবং পরবর্তী অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবেলায় সক্ষম এবং সচেতন করার জন্য এ প্রশিক্ষণ এবং মহরার আয়োজন করা হয়েছে।